চাঁদপুরে এক ছাগলের ২, মাথা ৪ চোখ! অবিশ্বাস্য হলেও সত্য।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে দুই মাথা,৪ চোখ ওয়ালা ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ইউনিয়নের ২নং ওয়ার্ড গাজী বাড়িতে ছাগলের বাচ্চাটির জন্ম হয়। ছাগলের বাচ্চাটির ২ মাথা,৪টি চোখের সাথে , দুটি মুখ, দু’টি কান নিয়ে জন্ম নিয়েছে। ছাগলের বাচ্চাটি এক নজর দেখতে সকাল থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

ছাগলের মালিক জাহানারা বেগম বলেন,আমি ৫ বছর ধরে ছাগল লালন-পালন করে আসছি। দেশি জাতের একটি ছাগল অস্থিরতা বোধ করার পর ছাগলটি একটি বাচ্চার জন্ম দেয়। ছাগলের বাচ্চাটি শরীর ও পা স্বাভাবিক হলেও বাচ্চাটির মাথাটি অস্বাভাবিক ছিল। বাচ্চাটির দুটি মাথা, চারটি পা, দু’টি চোখ, দুটি মুখ এবং দু’টি কান রয়েছে। ছাগল ও তার বাচ্চা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। দুই মাথাযুক্ত বাচ্চাটিকে হাত দিয়ে ধরে খাওয়াতে হয়। একটি খেলে, আরেকটির মুখে চলে যায়।

স্থানীয় মো.লুৎফর রহমান বলেন, ছাগলের বাচ্চাটির দুটি মাথা থাকায় ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আল্লাহ ভালো জানেন কিভাবে এটির জন্ম হয়েছে। বাচ্চাটির দু’টি মাথা হলেও দেখতে খুব সুন্দর।

চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.বখতিয়ার উদ্দিন বলেন,বিভিন্ন স্থান থেকে প্রায়ই খবর আসে দু’মাথাওয়ালা পশু জন্ম নিয়েছে। এটি আসলে জীনগত ত্রুটির কারণে হয়ে থাকে। শুক্রানু-ডিম্বাণুর ফলে মাথা ও শরীর স্বভাবিক ভাবে চড়া হতে পারে না। ফলে অস্বাভাবিক ভাবে পশুর জন্ম হয়।

Check Also

সানজিদা আখতার নামের মেয়েটার লেখা পড়ে আমার চোখে পানি চলে এসছে।

সানজিদা আখতার নামের মেয়েটার লেখা পড়ে আমার চোখে পানি চলে এসছে। বাংলাদেশ নারী ফুটবল দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *