Monday , September 20 2021

বাচ্চা হাতি ট্রে,নে কাটা পড়ায়, ট্রেনের সামনে সুই,সাইড করল মা হাতি যা এক বিরল ঘটনা, তুমুল ভাইরাল (দেখুন ভিডিও)

আদিমকালে মানুষ প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য,স্থানে পায়ে হেটে যোগাযোগ করত।সময়ের সাথে সাথে তারা প্র,কৃতির সাথে আ,ত্মিক সম্পর্ক গড়ে তুলে বশ মানায় প্র,কৃতিকে।

লালন পালন করা শুরু করে হাতি ঘোড়া সহ নানা প্রা,ণী।পরে এগুলোকেই একসময় তারা যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা শু,রু করে।

ধীরে ধীরে মানুষের চিন্তা চেতনার বিকা,শ হবার সাথে সাথে তারা প্রকৃতির নানা রহস্য উদঘাটনে ব্য,স্ত হয় পরে।শুরু হয় বিজ্ঞানের যাত্রা।বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্হারও অ,ভুতপূর্ব

উন্নয়ন ঘটতে থাকে।এই উন্নয়নের অন্যতম অংশী,দার হল রেল যোগাযোগ ব্যবস্থা।বাষ্পীয় রেল ইঞ্জি,ন আবিষ্কা,রের পর যোগাযোগ ব্যবস্হা হয়ে উঠেছে আরো সহজ,আরো সাশ্র,য়ী এবং আরামদায়ক।

রেল যোগাযোগ মানুষের ভ্রমণ যাত্রাকে আরামদায়ক করলেও এর বে,শ কিছু নেতিবাচক প্রভাব রয়েছে।তারমধ্যে অন্যতম হলো দুর্ঘটনা।আমরা প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমে টেনে কাটা পরে মানুষের মৃত্যুর খবর শুনি।ট্রে,নে কাটা পরে যে শুধু মানুষ মারা যাচ্ছে তা নয় অনেক প্রাণীও মারা যাচ্ছে, আহত হ,চ্ছে।

কেননা রেল যোগাযোগ ব্য,বস্হায় রেল লাইনগুলোকে সাধারণত গ্রামীণ অঞ্চলের মধ্য দিয়ে নেওয়া হয় যার মধ্যে থাকে বন জ,ঙ্গল।ফলে এসব বনজঙ্গলের নানা প্রাণী ট্রে,নে কাটা পরে মারা যাচ্ছে। যা আমরা অনেক সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভি,ডিও তে দেখতে পাচ্ছি। এরকমই একটা ভিডিও স,ম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে।যা সাধারণ মানুষকে খুব মর্মাহত করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবের ভিডিওটিতে দেখা যাচ্ছে ভারতের কোন এক জঙ্গলে একটা হাতি ট্রেনের সামনে পরে মারাত্মক ভাবে আহত হয়।ট্রেনটিকে সাথে সাথে হয়ত থামানো হয়েছিল।হাতিটি ট্রেনের সামনে আহত অবস্থায় পরে ছিলো এবং ছেঁচড়িয়ে সরার চেষ্টা করছিল।হাতির পা এবং শরীর ছিলো রক্তাক্ত। সে খুব একটা নড়াচড়া করতে পারছিল না।অনেক চে,ষ্টার পরে হাতিটি উঠে দাঁড়ায় এবং বনের মধ্যে যায়।

এই ভিডিওটিতে একটা দৃষ্টিকটু,অমানবিক বিষয় ছিলো প্রায় শ’খানেক মানুষ হাতিটিকে সাহায্য করার পরিবর্তে তাদের হাতের ফোন দিয়ে আহত হাতিটির ভিডিও করছিল।বর্তমান সময়ে এটা একটা ব্যধিতে পরিনত হয়েছে।কেউ বিপদে পড়লে মানুষ সাহায্যের পরিবর্তে ঘটনার ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে।

ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।কমেন্ট সেক,শনে পশুপ্রেমীরা মানুষের এই ভিডিও করার বিষয়ের সমালোচনা করেতেছে এবং তাদের প্রাণীদের প্রতি সহানুভূতি,শীল হবার আহ্বান জানাচ্ছে।

পাঠকের মন্তব্য:

Check Also

হিন্দু হয়েও মুসলিম বন্ধুর জানাজার নামাজের পেছনে সুধীর বাবুর কান্নার ছবি ভাইরাল!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হিন্দু-মুসলিম দুই বন্ধুর অকৃত্রিম ভালবাসার একটি দৃশ্য। ছোটবেলার বন্ধু কুমিল্লা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *