বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরনের ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ বাড়ছে। কিন্তু নিজেকে আর নিজের পরিবার, স্বজনদের রক্ষা করতে কতটুকু সচেতন আমরা? প্রশ্ন থেকেই যায়। তবে করোনাকালে বিপদে পড়েছে অসহায় মানুষ।
নতুন খবর হচ্ছে, মাস্ক কেনার সামর্থ্য না থাকায় মুখে পাখির বাসা বেঁধে ভারতের এক সরকারি অফিসে গেছেন মেকালা কুরমায়া নামের এক রাখাল।
আজ বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে, মেকালা কুরমায়া তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগর জেলার চিনামুনুগল চাদ এলাকার বাসিন্দা।
পাঠকের মন্তব্য: