হাফেজ তাকরিমকে শুভেচ্ছা জানালো সৌদি দূতাবাস

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় সৌদি আরবের দূতাবাস। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার সৌদি আরবের দূতাবাসে হাফেজ সালেহ আহমেদ তাকরিম ও তার শিক্ষককে দূতাবাসে স্বাগত জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বাংলাদেশের আলেম ও হাফেজদের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন সামনের দিনে আরও বেশিসংখ্যক বাংলাদেশি হাফেজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেবে। সৌদি আরবে গত ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়াদের নাম ঘোষণা করা হয়।

সেখানে বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে তৃতীয় ঘোষণা করা হয়। তার হাতে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। পবিত্র মক্কায় এবার ৪২তম প্রতিযোগিতা ছিল। এতে বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন কোরআনের হাফেজ অংশ নেন।

Check Also

ইডেন কলেজের সুন্দরীদের বাছাই করে চালাতো ব্যবসা: ছাত্রলীগ নেত্রী

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের বির্তক যেনো ছাড়ছেই না। গতকাল রাতে ইডেন কলেজে ছাত্রলীগের সহ-সভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *