নাফ নদী সাঁতরে এবার মিয়ানমার থেকে এলো মহিষের পাল

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে একটি মহিষের পাল প্রবেশ করেছে বাংলাদেশে। মহিষের পালটিতে ছোট বড় ১৯টি মহিষ রয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে মহিষের পালটিকে নাফ নদী সাঁতরে আসতে দেখে টহলরত বিজিবি সদস্যরা। এসময় স্থানীয়দের সহায়তায় মহিষের পালটিকে এক স্থানে একত্রিত করে রাখা হয়।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, খোঁজখবর করেও মহিষগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে নদী সাঁতরে মহিষের পালটি এইপারে চলে এসেছে। জব্দকৃত মহিষের পালটিকে টেকনাফ শুল্ক গুদামে জমা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য এর আগে গত বছর নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে এসেছিল দুটি হাতি। সে সময় হাতি দুটিকে বনে পাঠিয়ে দেয় বনবিভাগ।

Check Also

রেল লাইন ধরে হাটছিল দৃষ্টি, ট্রেন কেড়ে নিল প্রাণ

ট্রেনের ধাক্কায় রাজবাড়ী সরকারি কলেজের অনার্সে পড়ুয়া ছাত্রী রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নিহত হয়েছেন। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *