বিমানবন্দরে নায়িকার হাতে চুমু খেয়ে পালালো যুবক

বলিউড অভিনেত্রী আরশি খান অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন মুম্বাই বিমানবন্দরে। সাংবাদিকদের ক্যামেরার সামনেই বিনা অনুমতিতে তার হাতে চুমু খেয়ে সেখান থেকে পালিয়ে যান এক যুবক। বিব্রত আরশি খুব সহজে পরিস্থিতি সামলে নিলেও সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাকে নিজেকে ঢেকেছেন আরশি। তাকে দেখে এগিয়ে আসে এক তরুণ। ছবি তোলার জন্য অনুরোধ জানালে তাকে ফিরিয়ে না দিয়ে সেলফি তোলেন আরশী। তারপর যখন তিনি সাংবাদিকদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন, আচমকাই তার বাঁ হাতটি টেনে নিয়ে চুম্বন করে তৎক্ষণাৎ সেখান থেকে কেটে পড়েন সেই যুবক।

এ ঘটনায় স্তম্ভিত হয়ে যান তিনি। বোঝা যায়, বিষয়টি তার পছন্দ হয়নি। কিছুক্ষণ তরুণের দিকে তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নেন তিনি।

পাঠকের মন্তব্য:

Check Also

হরিণ শি,কার করতে এসে বেকায়,দায় পড়ল চি,তা, হরি,ণের লম্বা শিং-য়ের গু’তো’য় প’রা’স্থ হল বা’ঘ তুমুল ভাইরাল ভিডিও।

দ্রুতগামী এবং শক্তিশালী প্রাণীদের মধ্যে সবার শীর্ষে রয়েছে চি,তা। চি,তা তার আকারের তুলনায় অনেক শক্তিশালী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *