বান্ধবীদের গোপন ভিডিও ও ছবি পাঠাতেন বন্ধুকে, গ্রেপ্তার তরুণী ও যুবক

ভারতের পাঞ্জাব রাজ্যের পর এবার তামিলনাড়ুতে গোপন ভিডিও নিয়ে ক্ষোভ। রাজ্যের মাদুরাইতে নারী হোস্টেলের বাসিন্দাদের গোসল এবং কাপড় বদলানোর ভিডিও ও ছবি বন্ধুকে পাঠানোর অভিযোগ উঠেছে স্নাতক পড়ুয়া এক ছাত্রীর বিরুদ্ধে। পাঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের নারী হোস্টেলের বাসিন্দাদের গোপন ভিডিও নিয়ে যখন হইচই চলছে, তখন মাদুরাইয়ের ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছে ভারতে।

জানা গেছে, অভিযুক্তের নাম কালীশ্বরী।

তিনি মাদুরাইয়ের একটি বেসরকারি কলেজে বিএড পড়ছেন।
পুলিশ জানিয়েছে, কালীশ্বরী সব ভিডিও তার বন্ধু আশিককে পাঠাতেন। বছর তিনেক আগে আশিকের বিয়ে হয়েছিল। আশিকের নিজের ক্লিনিক রয়েছে। তাদের দুজনের সম্প্রতি বন্ধুত্ব হয়।

অভিযোগ, কালীশ্বরীকে হোস্টেলের বাসিন্দাদের গোপন ভিডিও বানানোর জন্য চাপ দিতেন আশিক। কালীশ্বরী লুকিয়ে লুকিয়ে সেখানকার বাসিন্দাদের গোসল এবং কাপড় বদলানোর ভিডিও করতেন আর সেগুলো এক এক করে আশিককে পাঠাতেন।

কিন্তু একদিন কালীশ্বরীর আচরণে সন্দেহ হয় হোস্টেলের এক বাসিন্দার। সে সন্দেহের বশেই কালীশ্বরীকে চেপে ধরেন তিনি। তারপরই কালীশ্বরীর মোবাইল থেকে একাধিক গোপন ভিডিও এবং ছবি উদ্ধার হয়। হোস্টেলের তত্ত্বাবধায়ক কালীশ্বরীর মোবাইল জব্দ করে পুলিশে খবর দেন।

হোস্টেল থেকে অভিযোগ পেয়ে মাদুরাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে। তখনই আশিকের কথা প্রকাশ্যে আসে এবং তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের নারী হোস্টেলের বাসিন্দাদের গোসলের ভিডিও প্রেমিককে পাঠানোর অভিযোগ উঠেছে ওই হোস্টেলেরই এক তরুণীর বিরুদ্ধে। সে ঘটনা প্রকাশে আসার পর আট ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় পুরো চণ্ডীগড় উত্তাল। ইতিমধ্যেই এক সৈন্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ক্ষোভ বাড়তে থাকায় হোস্টেলের দুই তত্ত্বাবধায়ককে বরখাস্তও করা হয়।

সূত্র : আনন্দবাজার।

Check Also

রহিমা বেগমের নিখোঁজ ঘটনায় মেয়ে মরিয়মই মাস্টার মাইন্ড!

মরিয়ম মান্নান। কয়েক দিন আগে মায়ের সন্ধান চেয়ে দেশের সকল গণামাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *