পরপর দুই সন্তান! ‘বউ যখন এত সুন্দরী তখন আর ধৈর্য্য ধরা যায় না’, জবাব গুরমীতের

পর পর দুই সন্তান। প্রথম বার আইভিএফ আর দ্বিতীয় বার স্বাভাবিক ভাবেই মা হতে চলেছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। এক দশকেরও বেশি সময় ধরে চেষ্টা করার পর লিয়ানার জন্ম হয়। তারপর চার মাস কাটতে না কাটতেই দ্বিতীয় সন্তান! দেবিনা গুরমীতের কাছে এটা ঈশ্বরের আশীর্বাদ হলেও অনেকে কুৎসিত ট্রোল করতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।

এত কীসের তাড়া ছিল? গুরমীত আরেক অপেক্ষা করতে পারলেন না? আরেকটু ধৈর্য্য ধরল না? প্রথম সন্তানই এত ছোট, এবার দুজনকে কীকরে সামলাবেন? এমন হাজারো প্রশ্নের মুখে পড়তে হয়েছে তারকা দম্পতিকে। সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে ৪৭০০ প্রশ্নের মধ্যে থেকে কিছু বেছে নিয়ে উত্তর দিতে বসেছিলেন দেবিনা গুরমীত।

গুরমীত একটু অপেক্ষা করতে পারলেন না? প্রশ্নের উত্তরে অভিনেতা রাখঢাক না করেই বলেন, বউ যখন এত সুন্দরী তখন অপেক্ষা আবার কী! দেবিনা জানান, প্রথম সন্তান লিয়ানার জন্মের আগে স্বাভাবিক ভাবে বছরের পর বছর ধরে অন্তঃসত্ত্বা হওয়ার চেষ্টা করে ও সফল হননি তিনি। চার পাঁচ বছর ধরে চিকিৎসক দেখিয়েছেন। স্বাভাবিক ভাবে দ্বিতীয় সন্তানের আগমন অবিশ্বাস্য ছিল।

গুরমীত নাকি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তারপর চিকিৎসকের কথায় তাঁর সম্বিত ফেরে। লিয়ানা তাঁদের জন্য সৌভাগ্য বয়ে এনেছেন বলেই মনে করেন দেবিনা। গুরমীত নিজেও জানান, তাঁর আর তাঁর ভাইয়ের জন্মের মধ্যে ১১ মাসের ফারাক। তাই তাঁর বাবা মা একেবারেই অবাক হননি। বরং দেবিনা বাবা মা পরপর সুখবর পেয়ে খুব অবাক হয়েছিলেন।

Check Also

বান্দরবানে হোটেলে কাজ নিয়েছিলেন রহিমা বেগম

খুলনার মরিয়ম মান্নানের মা রহিমা বেগমের অপহরণের প্রমাণ পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বরং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *