




বাগেরহাটের মোংলায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করা নিয়ে শত্রুতার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে মো. শাহীন (৩৫) নামে এক যুবক খু”ন হয়েছে। সোমবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ৮নং ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন ওই এলাকার মো. একরামুল হকের ছেলে। তিনি মোংলা বন্দরে জাহাজের শ্রমিক হিসাবে কাজ করতেন। আর অভিযুক্ত মারুফ খুলনা জেলার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। তিনিও পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এক যুবক শাহীনের পেটের বাম পাশে ছুরি চালিয়ে পালিয়ে যায়। আমরা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





শাহিনের বড় বোন খাদিজা বেগম বলেন, আমার ভাই দেড় বছর আগে মারুফের সাবেক স্ত্রী নাদিরাকে বিয়ে করে। এরপর থেকেই বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি-ধামকি দিয়ে আসছিল মারুফ। সেই বিরোধের জেরে আমার ভাইকে মারুফ খু”ন করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে পথেই শাহীনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, মারুফের সঙ্গে জাহাজ শ্রমিক শাহীনের বন্ধুত্ব ছিল। যাওয়া-আাসার সুযোগে বন্ধুর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করেন শাহিন। এরপর থেকে শুরু হয় দুই বন্ধুর শত্রুতা। এই ঘটনার জের ধরেই খু”নে”র ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Alok Barta Bangla Live News
