




শীতের সকালে শিশু-কিশোরদের সঙ্গে কাদা মেখে আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কিছু ছবি প্রকাশ পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, একটি চলচ্চিত্রের গানের শুটিংয়ের জন্য মফস্বলে গিয়েছিল অপু বিশ্বাস ও তার সিনেমার শুটিংয়ের দল। সেখানেই শুটিংয়ের এক ফাঁকে এই কাদামাখার দৃশ্য ধারণ করা হয়। এসময় শিশু-কিশোরদের সঙ্গে ছবিও তোলেন অপু।
কিন্তু এই কাদা মেখেই ঘটেছে বিপত্তি। কাদা-পানির মধ্যে সারাদিন শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এ বিষয়ে অপু জানান, কাদা-পানির মধ্যে শীতের সকালে ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবির একটি গানের শুটিং করতে হয়েছে। সারাদিন শুটিং করে ঠান্ড জ্বর বাধিয়েছি। তবে যখন শুটিং করেছি তখন বেশ আনন্দ নিয়েই শুটিং করেছি।’





রাজধানীর অদূরে পূর্বাচলে গতকাল হয়েছে শুটিং। ছবিটিতে অপু বিশ্বাসের সহশিল্পী জয় চৌধুরী। তিনি বলেন, সারাদিন কাদা-পানিতে শুটিং করে আমি এবং অপু ম্যাডাম দু’জনেই জ্বর ঠান্ডা বাধিয়েছি। তাই আজকে শুটিং থাকলেও প্যাকআপ করা হয়েছে। শীতে কাদামাটি গায়ে লাগিয়ে শুটিং করাটা কিন্তু সহজ কাজ নয়। তার পরও আমি ও অপুদি আনন্দ নিয়েই কাজটি করেছি।’
প্রেম-প্রীতির বন্ধন সিনেমার শুটিংয়েই বর্তমানে ব্যস্ত রয়েছেন ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। মূল নায়ক ছিলেন শাকিব খান। অপু-জয় ছাড়া প্রেম-প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।
পাঠকের মন্তব্য: