প্রকৃতির নিয়মে মা হওয়ার আশায় ২০০ কিলোমিটার পাড়ি

প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন নকলা উপজেলার এক দম্পতি। রোববার ভোরে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে নকলা থেকে গাজীপুরের এলিট কেয়ার হাসপাতালে যান নেত্রকোনার খালিয়াজুড়িতে কর্মরত এক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।

এলিট কেয়ার হাসপাতালে ডাক্তার নাফিসা আক্তার মেরিনার তত্ত্বাবধানে প্রায় ৩৬ ঘণ্টা ফলোআপের পর নরমাল ডেলিভারি মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেন মাহবুব মিশু। ১২ ডিসেম্বর রাত ৪টার দিকে সন্তান প্রসব করেন তিনি। তার সন্তানের ওজন হয়েছিল প্রায় ৩ কেজি ৯০০ গ্রাম।

মা-মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম রাজ বলেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মা হওয়ার আশাবাদী ছিলেন। আমিও সবসময় পাশে থেকে তাকে সাহস জুগিয়েছি। আল্লাহ্ আমাদের মনের আশা পূরণ করেছেন।

ডাক্তার নাফিসা আক্তার মেরিনা বলেন, সঠিক চিকিৎসার তত্ত্বাবধান, বিশ্বাস ও আস্থার মাধ্যমে অধিকাংশ গর্ভবতী নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিতে পারেন। এজন্য সমাজের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

পাঠকের মন্তব্য:

Check Also

হরিণ শি,কার করতে এসে বেকায়,দায় পড়ল চি,তা, হরি,ণের লম্বা শিং-য়ের গু’তো’য় প’রা’স্থ হল বা’ঘ তুমুল ভাইরাল ভিডিও।

দ্রুতগামী এবং শক্তিশালী প্রাণীদের মধ্যে সবার শীর্ষে রয়েছে চি,তা। চি,তা তার আকারের তুলনায় অনেক শক্তিশালী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *