এবার আফগানিস্তানের ৮০ হাজার কোটি টাকার সম্পদ আটকে দিলো যুক্তরাষ্ট্র

আফগান কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে নয়শ কোটি ডলারের (বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৮০ হাজার ৬০০ কোটি টাকার বেশি) সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ফলে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও নিজ দেশের প্রায় হাজার কোটি ডলার হাতে পাচ্ছে না তালেবান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়, এখনও মার্কিন রাজস্ব দফতরের নিষেধাজ্ঞার তালিকায় নাম রয়েছে তালেবানের। যার কারণে তারা আফগানিস্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ বা সম্পত্তির নাগাল পাবে না।

আফগানিস্তান ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমল আহমাদি এ প্রসঙ্গে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার জানতে পেরেছিলান, তালেবানের হাতে অর্থ যাওয়া ঠেকাতে ডলারের চালান বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলারের সম্পদ রয়েছে সেখানে। যার উল্লেখযোগ্য অংশ রয়েছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে।

Check Also

জনসন বেবি পাউডারের লাইসেন্স বাতিল

জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) বেবি পাউডার উৎপাদনের লাইসেন্স বাতিল করেছে মহারাষ্ট্র সরকার। ভারতের অন্যতম অঙ্গরাজ্যটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *