আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক ৮ নারী-পুরুষ

বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে চারজন নারী রয়েছেন। আজ শনিবার (১ অক্টোবর) দুপুরে সদরের ঝোঁপগাড়ি এলাকার যমুনা রিসোর্ট নামের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বগুড়া ও গাইবান্ধার বাসিন্দা। তারা সবাই ২৫ থেকে ৩৫ বছর বয়সী।

বগুড়া সদর থানার এসআই তয়ন কুমার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই হোটেলে অভিযান চালিয়ে আট নারী-পুরুষকে আটক করা হয়। তারা সেখানে অবস্থান করে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।

তিনি আরো জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন। তাদের ধরা সম্ভব হয়নি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

সরকারি চাকরিতে কোটার সুবিধা নিতে স্ত্রীকে বোন বানান স্বামী

চারপাশের সকলেই অবগত তারা স্বামী-স্ত্রী। এ দম্পতির ঘরে যমজসহ বর্তমানে তিন সন্তান রয়েছে। তবে কাগজে-কলমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *