ফানটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি: পীরজাদা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনের দিন (২৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের কাছ থেকে ‘কিস’ চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী নিপুণ নিজেই। রবিবার (৩০ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘পীরজাদা হারুন সকাল বেলা আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চেয়েছে। আমার উচিত ছিল দুই গালে দুইটা চড় দেওয়া। যা আমি করিনি। এ সময় দুজন নারী প্রার্থী জেসমিন ও শাহানূর ছিল।’

এমন অভিযোগের জবাবে রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পীরজাদা হারুন গণমাধ্যমকে বলেন, ‘এটা সত্য নয়। প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? এটা একটা ফান করেছি। ফানটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি।’

পীরজাদাকে নিয়ে নিপুণের আরও অভিযোগ, জায়েদ খানকে পরিকল্পিতভাবে জিতিয়ে দেওয়া হয়েছে। এই অভিনেত্রী বলেন, ‘জায়েদ খান, এফডিসির এমডি আর নির্বাচন কমিশনার পীরজাদা হারুন একটি চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।’

প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জায়েদ খানের বিপরীতে। এতে জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে তৃতীয়বারের মতো জয়লাভ করেন। একই পদে দাঁড়িয়ে নিপুণ পেলেন ১৬৩ ভোট।

Check Also

অপু বিশ্বাসকে নিয়ে বুবলীর পুরনো স্ট্যাটাস ভাইরাল

সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *