মারুফকে ছাড়া কাউকে বিয়ে করবো না’ বলে অনশনে কলেজছাত্রী

সিরাজগঞ্জের কাজিপুরে বিয়ের দাবিতে মারুফ হাসান নামের এক যুবকের বাড়িতে অনশন করছেন কলেজছাত্রী। মারুফ হাসান উপজেলার কাজিপুর সদর ইউনিয়নের প্রজারপাড়া বর্তমান সিংড়াবাড়ি গ্রামের শিক্ষক লুৎফর রহমানের ছেলে।

গতকাল শুক্রবার সকাল থেকে ওই যুবকের বাড়িতে অবস্থান নিয়েছে কলেজছাত্রী। সূত্রে জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর ধরে সিংড়াবাড়ি গ্রামের মারুফ হাসান নামের ওই যুবকের সঙ্গে কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক চলে আসছিল।

গত ১২ এপ্রিল (সোমবার) গভীর রাতে ওই প্রেমিকার বাড়িতে অনৈতিক কাজের জন্য যান ওই যুবক। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে আটক করে তার বাবা লুৎফর রহমানকে জানান। পরে তার বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন এবং ছেলেকে ঘটনাস্থল থেকে ছাড়িয়ে নেন।

ছেলে পক্ষ এ নিয়ে টালবাহানা করলে গত শুক্রবার (২৩ এপ্রিল) সকালে প্রেমিকের বাড়িতে ওই মেয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। অনশনকারী ওই ছাত্রী বলেন, ‘পাঁচ বছর হলো আমাদের প্রেম। সে আমাকে বিয়ের আশ্বাসে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

এখন বলছে বিয়ে করবে না। বিয়ে না করা পর্যন্ত আমার এই অনশন চলতেই থাকবে। তাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। ‘অভিযুক্ত ওই যুবকের বাবা জানান, ‘বিষয়টি আমি জানি। কিন্তু ছেলে মানছে না।’ কাজিপুর থানার ওসি পিএন সরকার জানান, মেয়ের লোকজন থানায় এসেছে। মামলা হলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য:

Check Also

হরিণ শি,কার করতে এসে বেকায়,দায় পড়ল চি,তা, হরি,ণের লম্বা শিং-য়ের গু’তো’য় প’রা’স্থ হল বা’ঘ তুমুল ভাইরাল ভিডিও।

দ্রুতগামী এবং শক্তিশালী প্রাণীদের মধ্যে সবার শীর্ষে রয়েছে চি,তা। চি,তা তার আকারের তুলনায় অনেক শক্তিশালী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *