পরকীয়ার সম্পর্ক একটি বিষাক্ত সম্পর্ক। একটি সুন্দর, হাসিখুশি সুখের সংসার নিমিষেই গুঁড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে এই পরকীয়ার সম্পর্ক।
নতুন খবর হচ্ছে, চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের নয় মাস না পেরুতেই স্বামীকে স্যালাইনের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যাচেষ্টা করেছেন পরকীয়ায় আসক্ত কাকলী খাতুন নামে এক নারী। স্বামী মাসুদ রানা এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে ওই অভিযোগে কাকলী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) রাত ২টার দিকে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার সাড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।