১৮ ইঞ্চির শাহীনের স্বপ্ন পূরণ করলেন তামিম

বরিশালের শাহীন ফকির। ১৮ ইঞ্চি উচ্চতার এই যুবককে দমিয়ে রাখতে পারেনি শারীরিক প্রতিবন্ধিতা। ত্রিশোর্ধ্ব শাহীন ব‌্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী।

পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীনের প্রিয় খেলোয়াড় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। শাহীনের স্বপ্ন ছিল—একদিন তামিমের সঙ্গে দেখা করবেন, মন খুলে কথা বলবেন। সেই স্বপ্ন তামিম পূরণ করলেন সিলেটে এসে।

শুক্রবার (১৭ মার্চ) তামিমের আমন্ত্রণে গ্র‌্যান্ড সিলেট হোটেলে আসেন শাহীন। সেখানে তামিম তাকে স্বাগত জানান। তামিমের সঙ্গে শাহীনের বাড়তি পাওয়া ছিল মুশফিকুর রহিমের সাক্ষাৎ। দুজন মিনিট দশেক সময় দেন শাহীনকে। তার খোঁজখবর নেন।

তামিম নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দিয়েছেন শাহীনকে। তামিমকে জড়িয়ে ধরে শাহীন বলেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেটারদের সবাইকে পছন্দ করি। কিন্তু, আপনি আমার সবচেয়ে প্রিয়। এরপর সাকিব আল হাসান।’

মিনিট দশেকের সেই সাক্ষাৎ শেষে শাহীনকে বেশ আনন্দিত লাগছিল। তামিমকে কাছ থেকে দেখা, সরাসরি কথা বলার স্বপ্ন পূরণ হওয়ায় খুশিতে আত্মহারা শাহীন।

পাঠকের মন্তব্য:

Check Also

১০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন দু’ভাই, আজ ১৫০ কোটি টাকার কোম্পানির মালিক

কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় যে একদিন সাফল্য নিয়ে আসবেই সেই নিয়ে একটি ছোট্ট গল্প বলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *