তিন শিক্ষার্থীকে ধ”র্ষ”ণের অভিযোগ, দপ্তরি আটক

মানিকগঞ্জ সদর উপজেলার একটি মহিলা মাদরাসার এক ছাত্রীকে ধ”র্ষ”ণের অভিযোগে মাদরাসার দপ্তরি আব্দুল জলিল মিয়াকে (৬০) আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাদরাসা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁর বিরুদ্ধে মাদরাসার আরো দুই শিক্ষার্থীকে ধ”র্ষ”ণের অভিযোগ জানায় তাদের পরিবার।

আটক আব্দুল জলিল মিয়ার বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। বেশ কয়েক বছর ধরে তিনি ওই মাদরাসায় চাকরি করছেন।

সর্বশেষ ভুক্তভোগী শিশুর বাবা জানান, তিন-চার দিন আগে তাঁর মেয়েকে যৌ” ন নির্যাতন করেন দপ্তরি আব্দুল জলিল। মেয়ের এক সহপাঠীর মায়ের মাধ্যমে গতকাল তিনি বিষয়টি জানতে পারেন। তিনি এবং তাঁর স্ত্রী দ্রুত মাদরাসায় গিয়ে মেয়ের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে নিশ্চিত হন। এরপর তাঁরা পুলিশকে খবর দেন।

ভুক্তভোগী মেয়েটির বাবা আরো জানান, ধ”র্ষ”ণের শিকার হওয়া আরো দুই শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরাও থানায় এসেছে অভিযোগ করতে।

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, পরিবারসহ তিন শিক্ষার্থী এসেছে। তাদের কাছ থেকে অভিযোগ শোনা হবে। আটক আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য:

Check Also

ঘন্টা চুক্তিতে যা করছে কলেজের ছাত্রীরা

ডিজিটাল বাংলাদেশে সবকিছুই যেন ডিজিটালের হাওয়া। ডিজিটাল হওয়ায় ভালোর পাশাপাশি আছে খারাপ। এরই অংশ হিসাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *