




ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি জয়ের রেশ না কাটতেই আবারও আলোচনায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এদিন ইংলিশদের বিপক্ষে জয়ের পরই মাঠের বাইরে এক কাণ্ডের ফের আলোচনায় উঠে এসেছেন তিনি।
ঘটনাটা ম্যাচ শেষের। বাংলাদেশকে জিতিয়ে বন্দরনগরী চট্টগ্রামেই সাকিবের এক স্পনসর প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধন করতে ছুটে গিয়েছিলেন সাকিব। সব কিছু স্বাভাবিকই ছিল। তবে আয়োজন শেষ করে যখন ফেরার জন্য গাড়ির দিকে ছুটছিলেন সাকিব, তখনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনা।





পরিস্থিতির শিকার হয়ে এক দর্শককে আক্রমণ করে বসলেন তিনি, মাথার ক্যাপ দিয়ে বেশ কয়েকটি আঘাত করেছেন তাকে। অবশ্য বাংলাদেশ অধিনায়ক নিজেও হয়েছেন আহত।
মূলত সাকিবকে এক নজর দেখতে সেই আউটলেটের সামনে ভিড় করে অসংখ্য ভক্ত-সমর্থক। হুল্লোড়, হুলুস্থুল আর হুড়োহুড়ি এতোই বেশী ছিল যে একসময় তাদের ভিড়ে আটকে যান সাকিব। কোনোরকমে সেই চাপের মাঝেই যখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন সাকিব, তখন তার মাথা থেকে একজন ক্যাপটা খুলে নেয়ার চেষ্টা করেন।
বিষয়টা বুঝতে পেরে সাকিব ক্যাপটা সামলে ফেলেন, ধরে ফেলেন হাতে। ততক্ষণে ভিড় কেটে পালাতে শুরু করেছিল সেই সমর্থক, তা দেখতে পেরে সেই ক্যাপ দিয়েই কয়েকটি আঘাত করে বসেন সাকিব তাকে৷ যদিও আঘাতটি সেই দর্শকের গায়ে লেগেছে কিনা তা বোঝা যায়নি, তবে বিষয়টি ধরা পড়ে যায় ক্যামেরার চোখে। আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিষয়টি।
পাঠকের মন্তব্য: