নেপালের বিমান দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে, ফেসবুক লাইভের ভিডিও ভাইরাল!

রোববার নেপালের পোখারায় অভ্যন্তরীন এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে৷ এতে বিমান থাকা ৭২ জন সবাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ নিহতের সংখ্যার দিক থেকে এটি গত ত্রিশ বছরের মধ্যে নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷

সংবাদমাধ্যমের খবরে বলে হয়, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল৷ অবতরণের সময় বিধ্বস্ত হয়ে বিমানটিতে আগুন ধরে যায়৷ এটিআর ৭২ মডেলের দুই ইঞ্জিনের বিমানটিতে মোট ৬৮জন যাত্রী ছিলেন যাদের ১৫ জনই ছিলেন বিদেশি নাগরিক৷ বিমানের ক্রু সদস্য ছিলেন চারজন৷

সোমবার (১৬ জানুয়ারি) উদ্ধার কাজ আবারও শুরু হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে নেপালে বিধ্বস্ত ইয়েতি এয়ারলাইন্সের প্লেনের ধ্বংসাবশেষ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেই ফোনে দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তের ফেসবুক লাইভ করা একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া প্লেনটিতে ভারতের পাঁচজন যাত্রী ছিলেন। তাদের সবার বাড়ি উত্তরপ্রদেশে। তাদের মধ্যে সোনু জয়সওয়াল নামে এক যুবক প্লেনটি আছড়ে পড়ার কিছুক্ষণ আগে ফেসবুক লাইভ করছিলেন।

ভিডিওটিতে দেখা যায়, প্লেনের ভেতরে বসে থাকা যাত্রীদের ভিডিও করা হচ্ছে। অবতরণের আগে জানালা থেকে দেখা যাচ্ছে শহর। হঠাৎ বিস্ফোরণ ঘটে। শেষ কয়েক সেকেন্ডে জানালার বাইরে ভয়াবহ আগুন দেখা যায়।


পাহাড়বেষ্টিত হিমালয়ের দেশ নেপালে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে বিমানযাত্রা প্রায়ই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে৷ ২০০০ সাল থেকে এই পর্যন্ত দেশটিতে বিমান দুর্ঘটনায় ৩০৯ জন নিহত হয়েছেন৷ দেশটির অ্যাভিয়েশন সেফটি ডেটাবেসের তথ্য অনুসারে, ১৯৯২ সালে পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান কাঠমুন্ডু আসার পথে বিধ্বস্ত হয়ে ১৬৭জন নিহত হয়েছিলেন৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

পাঠকের মন্তব্য:

Check Also

সাইকেলে করে হজ যাত্রা, মক্কায় পৌঁছানোর পর মৃত্যু

জার্মানি থেকে হজের উদ্দেশে সাইকেলে করে রউনা হন সিরিয়ান গাজী জসিম শেহাদেহ। কিন্তু মক্কায় পৌঁছানোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *