ইডেন কলেজ ছাত্রীকে বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়

এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় বিয়ে করেছেন। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, আল নাহিয়ান খান জয়ের স্ত্রীর নাম কাকন ভুঁইয়া। তিনি রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিয়ের আয়োজনে জয়ের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ আরও অনেক নেতাকর্মী।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ছাত্রলীগ সভাপতির বিয়ের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই নব দম্পতির সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।

পাঠকের মন্তব্য:

Check Also

দেশবাসী, আমি আরাভ খানকে চিনি না: বেনজীর

আলোচিত দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে দাবি করেছেন পুলিশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *