নাসার স্যাটেলাইটে ধরা পড়লো সূর্যের ‘হাসি’

ক্যাবিক মনে ও হলে তা সত্য। কখনো সূর্যকে হাসতে দেখেছেন। তবে এবার নাসার মাধ্যমে সূর্যকে হাসতে দেখলো গোটা বিশ্ব। সেখানে দেখা মিলেছে এক বিস্ময়কর ছবির। যা সচরাচর হয়তো দেখা যায় না।

সম্প্রতি নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে সূর্যের হাস্যোজ্জ্বল ছবি। ছবিটি টুইটারে প্রকাশ করে নাসা বলেছে সূর্য হাসছে। এর আগে গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাসা লিখেছে, নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি সূর্যের ‘হাসি’র ছবি তুলেছে। ছবিতে সূর্যের বুকে একটি হাসির আকৃতি ফুটে উঠেছে।

তবে ছবিটি প্রকাশের পর থেকেই নানা মতবিরোধ দখা দিয়েছে। মূলত ছবিটি প্রকাশের পর থেকে অনেকেই এই ছবিটিকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন, সূর্যকে একটি হ্যালোয়েন কুমড়ার মতো মনে হচ্ছে। আবার অনেকেই এটিকে সিংহের মুখের সাথে তুলনা করেছেন। তবে সূর্যের এই বন্ধুত্বপূর্ণ চেহারা দেখে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সূর্যের এই আকৃতির মানে শনিবার (২৯ অক্টোবর) পৃথিবীতে একটি সৌর ঝড় হতে পারে। সূত্রঃ দ্য গার্ডিয়ান

পাঠকের মন্তব্য:

Check Also

ইয়ামাহার ১ হাজার সিসির মোটরসাইকেল বাংলাদেশে

বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের কাছে ইয়ামাহা অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের আরওয়ানএম হচ্ছে প্যাশনেট বাইকারদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *