




যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক হাসপাতালে কর্মরত একই বিভাগে কর্মরত ১১ জন নার্স-চিকিৎসক একইসাথে গর্ভবতী হয়েছেন! ১১ জনের মধ্যে এক চিকিৎসক ছাড়া বাকী সবাই নার্সের কাজ করেন।
যুক্তরাষ্ট্রের লিবার্টি শহরের এই খবর ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, ‘ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো?’ হাসপাতালের নার্সরা অবশ্য বলেছেন, তারা প্রত্যেকেই বাড়ি থেকে পানি নিয়ে আসেন।





হাসপাতালের ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনেকোলজি বিভাগের ওই ১১ নার্সের একজন হানা মিলার। ‘গুড মর্নিং আমেরিকা’ শো-তে তিনি জানিয়েছেন, একসঙ্গে ১১ জনের গর্ভবতী হওয়ার ঘটনা নিয়ে অনেকেই রসিকতা করছেন। এ ঘটনার পর হাসপাতালের অন্য নার্সরা বলছেন, তারা আর হাসপাতালের পানি খাবেন না।