ছেলেকে নিয়ে পূজা করলেন অপু বিশ্বাস

সরস্বতী পূজা গেল কাল। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় এ উৎসব আনন্দচিত্তে পালন করেছেন তারা। বাদ যাননি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও। তিনিও পূজা দিয়েছেন।

একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পূজা করছেন এই নায়িকা।পূজা করার মুহূর্তে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট দেন অপু। তাতে দেখা যায়- এ সময় অপুর পরনে ছিল হলুদ শাড়ি, আর জয়কে পরিয়েছেন পাঞ্জাবির ওপর কোট।

জানা গেছে, বগুড়ায় অপু বিশ্বাসের গ্রামের বাড়িতে এ পূজা হয়েছে। সেখানে তাদের পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীও অপুদের বাড়ির পূজায় গিয়েছিলেন।

দেশের শীর্ষ জনপ্রিয় নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয়। তারা বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের স্বার্থে বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে সন্তানসহ হাজির হন অপু। এরপর প্রকাশ করেন বিস্তারিত ঘটনা।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে শাকিব-অপুর সন্তান জয়। এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এ দম্পতির বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে অপুর কাছেই থাকে জয়।

পাঠকের মন্তব্য:

Check Also

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার হয়েছেন। সৌদি আরব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *