কক্সবাজারে কটেজে অভিযানে পতিতা, খদ্দেরসহ ৮ জন ধরা

কক্সবাজার শহরের কলাতলী লাইটহাউস পাড়ার কয়েকটি আবাসিক কটেজে যৌথ অভিযান চালিয়েছে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) রাতে ঢাকার বাড়ী-২, আমীর ড্রীম কটেজ, ঢাকার বাড়ি-১ কটেজসহ কয়েকটি কটেজে তিন ঘন্টা অভিযান চালিয়ে তাদের আটক হরা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. সেলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী লাইট হাউজপাড়ার কটেজজোন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে কটেজ থেকে পতিতা, খদ্দের ও দালালসহ ৮ জনকে আটক করা হয়।

সূত্রে জানা গেছে, পুলিশের কাছে গোপন তথ্য আসে যে কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকায় বেশ কয়েকটি আবাসিক কটেজে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক করে। আটকের সময় তারা কটেজের বিভিন্ন কক্ষে অনৈতিক কর্মকাণ্ড জড়িত বলে অভিযোগ রয়েছে। আরও জানা গেছে, এ ঘটনায় আবাসিক কটেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাঠকের মন্তব্য:

Check Also

ফিল্মি কায়দায় স্ত্রী’র গণ ধ” র্ষ”ণের প্রতিশোধ নিলেন স্বামী! পুরো ঘটনাটি জানলে চমকে যাবেন আপনিও

মধ্যপ্রদেশের রাতলাম জেলায় স্ত্রী’র গণ ধ” র্ষ”ণের প্রতিশোধ নিতে গিয়ে ফিল্মি কায়দায় অপরাধীকে “শাস্তি” দিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *