চাকরির ভাইভা দিয়ে ফেরা হলো না সুমাইয়ার

চাকরির ভাইভা দিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে বাসায় ফিরছিলেন সুমাইয়া আক্তার সাবি (২৬) নামে এক গৃহবধূ। পথে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তিনি।

শুক্রবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা তালতলা এলাকায় হাজী আফসার করিম মার্কেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত সুমাইয়া আক্তার সাবি জেলার সদর থানার সৈয়দপুর কড়ইতলা এলাকার হাজী আইনুল হকের মেয়ে ও আলমগীর হোসেনের স্ত্রী।

বিষয়টি রাতে সুমাইয়া আক্তার সাবির বাবা হাজী আইনুল হক নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে তার মেয়ে জামাতা আলমগীরকে নিয়ে ঢাকার শাখারীবাজার এলাকায় একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। ইন্টারভিউ শেষ করে স্বামীর মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়।

এতে তার মেয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়। বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি ট্রাক তার মেয়েকে চাপা দিয়ে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মেয়ের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ২০১৩ সালে তার মেয়ের বিয়ে হয়। সংসারে আনুষা নামে পাঁচ বছরের একটি মেয়ে ও আনাছ নামে দেড় বছরের একটি ছেলে রয়েছে।ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা হবে।

পাঠকের মন্তব্য:

Check Also

ফিল্মি কায়দায় স্ত্রী’র গণ ধ” র্ষ”ণের প্রতিশোধ নিলেন স্বামী! পুরো ঘটনাটি জানলে চমকে যাবেন আপনিও

মধ্যপ্রদেশের রাতলাম জেলায় স্ত্রী’র গণ ধ” র্ষ”ণের প্রতিশোধ নিতে গিয়ে ফিল্মি কায়দায় অপরাধীকে “শাস্তি” দিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *