চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিত, এফডিসিতে তুমুল উত্তেজনা

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি সরগর। এর মধ্যেই চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিয়াজ ও নিপুণের একটি মিছিল শিল্পী সমিতির সামনে দিয়ে অতিক্রম করছিল। মিছিলে নায়ক ইমনসহ আরো অনেকেই ছিলেন।

এ সময় সেখানে মিশা সওদাগরের সঙ্গে থাকা এক যুবক মিছিলে থাকা ইমনকে ধাক্কা দেন। ইমন বিষয়টিতে বিস্মিত হয়ে মিশার দিকে এগিয়ে এলে যুবকটি ফের ধাক্কা দেয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমন বিডি২৪লাইভকে বলেন, আমি মিশা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে এক যুবক আমাকে ধাক্কা দেয়। আমি পরিচয় দিলেও সে ফের ধাক্কা দেয়। আমি বিষয়টিতে বিস্মিত হয়ে যাই। মিশা ভাই মীমাংসা করে দিতে চাইলেও ছেলেটি হিংস্র আচরণ দেখায়। আমি চলে আসি।

এ বিষয়ে মিশা সওদাগর বিডি২৪লাইভকে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম, যার সাথে ইমনের ধাক্কার ঘটনা ঘটেছে তিনি আমাদের সহযোগী মেম্বার। আমি সাথে সাথে মিটিয়ে দিয়েছি বিষয়টি। এবং ইমনকে সরি বলেছে।

এদিকে এই ঘটনার পর থেকে এফডিসিতে বেশ উত্তেজনা বিরাজ করছে৷

পাঠকের মন্তব্য:

Check Also

‘বাসটা যে কতবার উল্টাইছে বলতে পারি না’

‘আমি ভোর ৪টার পরে বাসে উঠি। সঙ্গে আমার স্ত্রী। স্ত্রীর অফিসের কাজে যাচ্ছিলেন ঢাকা। এরপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *