চারদিন পর উদ্ধার হলো অপহৃত ইতালি প্রবাসী কিশোরী

আট বছর পর গ্রামের বাড়ি মাদারীপুরে আসেন নোভা নামের এক কিশোরী। এত বছর পর দেশে এসেই অপহরণের শিকার হন তিনি। জানা যায়, গত ১০ জানুয়ারি সকালে ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেয় বেশ কয়েকজন যুবক।

এরপরেই আর কোনো খোঁজ মেলেনি নোভার। ঘটনার পরদিন ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনের নামে সদর মডেল থানায় মামলা করেন তার বাবা। মামলার পর গোপন সূত্রে শুক্রবার (১৪ জানুয়ারি) রাত নয়টার দিকে মাদারীপুর শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় তাকে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতের এ অভিযানে ভুক্তভোগীকে উদ্ধার করা হলেও প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনকে আটক করা যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওন পালিয়ে যান। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, অপহৃত কিশোরীকে মেডিকেল পরীক্ষা শেষে আদালতে নেয়া হবে। পরে জবানবন্দি শেষে আদালতের সিদ্ধান্তে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

পাঠকের মন্তব্য:

Check Also

‘বাসটা যে কতবার উল্টাইছে বলতে পারি না’

‘আমি ভোর ৪টার পরে বাসে উঠি। সঙ্গে আমার স্ত্রী। স্ত্রীর অফিসের কাজে যাচ্ছিলেন ঢাকা। এরপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *