সপ্তাহ তিনেক আগে বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা: পরী

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন। খবরটি চাপা রেখেছিলেন তারা। এবার খবরটি সামনে আনলেন তবে একটু অন্য ভাবে। সন্তান সম্ভবনা পরীমনি। এ খবর জানার পরেই বিয়ে এবং বাচ্চার খবর সামনে আনলেন এই দম্পতি। গতকাল সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে ‘মা হওয়ার’ বিষয়টি পরী নিজেই নিশ্চিত করেন। পরী জানান, সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

এদিকে ১০ জানুয়ারি দুপুরে হাসপাতালের একটি ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শরিফুল রাজ লেখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’। এরপরই তাদের বিয়ে ও সন্তানসম্ভবা পরীর বিষয়টি সামনে আসে। তবে পরী জানালেন, আজকে নয়, নতুন অতিথির কথা তারা জানতে পারেন সপ্তাহ তিনেক আগে।

পরী বলেন, ‘তিন সপ্তাহ আগে আমরা খবরটি জানতে পারি যে আমি মা হতে চলেছি। আজ বিষয়টি চূড়ান্তভাবে কনফার্ম হলাম। তখন নিজেকে আর সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল, আমার দুটি পাখা গজিয়েছে, আমি যেন উড়ছি। আমি যেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার। আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। আর সন্তানসম্ভবা হওয়ার প্রথম মাস চলছে। ’

আপাতত শুটিং বন্ধ রেখেছেন পরী। আগামী দেড় বছর আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না। সন্তানকে আগে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চান তারা। এর আগে ১১ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন পরীমণি ও রাজ। এর মাত্র পাঁচ দিনের মাথায় তারা বিয়ে করেন। রাজ বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করে, অনুষ্ঠান করে বিষয়টি জানাতে চেয়েছিলাম। হাতে বেশ কিছু কাজ আছে। সেগুলো শেষ হলে গুছিয়ে আমরা অনুষ্ঠান করবো। এ কারণেই জানানো হয়নি।’

পাঠকের মন্তব্য:

Check Also

নিজের বোল্ড ছবি নিয়ে যা বললেন নিপুণ

মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে বোল্ড অবতারে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা নিপুণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *