এসএসসি ও এইচএসসি হবে পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানিয়েছেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে নিদিষ্ট কোনো বিষয়ে হবে নাকি সব বিষয়ে হবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না, যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল; সেভাবেই চলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা দিয়েছে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেওয়া হলে তারপর থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।

আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বয়সী ৪৪ লাখ শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেয়া সম্পন্ন হবে বলে। সোমবার (১০ জানুয়ারি) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি ফরম, রেজিস্ট্রেশন বা আইডি দিয়ে শিক্ষার্থী প্রমাণ হলেই টিকা দেয়া হবে। এসময় মন্ত্রী বলেন, আমার এখন শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ করবো না। সারা দেশে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে সকল শিক্ষার্থীদের করোনা টিকায় আওতায় আনা হবে।

পাঠকের মন্তব্য:

Check Also

‘বাসটা যে কতবার উল্টাইছে বলতে পারি না’

‘আমি ভোর ৪টার পরে বাসে উঠি। সঙ্গে আমার স্ত্রী। স্ত্রীর অফিসের কাজে যাচ্ছিলেন ঢাকা। এরপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *