দাফনের ২৭ বছর পরও অক্ষত মঞ্জুর মৃতদেহ!

ঘর নির্মাণের জন্যে মাটি খুঁড়তে যেয়ে দীর্ঘ ২৭ বছর আগে দাফনকৃত মঞ্জুর মল্লিক নামের এক ব্যক্তির অক্ষত অবস্থায় মৃতদেহের সন্ধান মিলেছে৷ শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলায়৷ এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট খা পাড়া গ্রামে আবুল হোসেন বুড়ো ঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে যেয়ে দাফনকৃত একটি লাশের সন্ধান পান৷ পরে তিনি দীর্ঘ ২৭ বছর আগে দাফন করা তার পিতা মঞ্জুর মল্লিকের অক্ষত মৃতদেহটি শনাক্ত করেন৷

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে মঞ্জুর মল্লিকের বয়স ছিলো (৭০), পেশায় তিনি ছিলেন একজন কৃষক৷ তিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন বলেও জানান এলাকার বয়োজ্যেষ্ঠরা৷ চাঞ্চল্যকর ঘটনাটির খবর পেয়ে এলাকাবাসী এবং দূরদূরান্ত থেকে লোকজন মৃতদেহটি দেখার জন্য ভীড় জমান৷

পাঠকের মন্তব্য:

Check Also

হরিণ শি,কার করতে এসে বেকায়,দায় পড়ল চি,তা, হরি,ণের লম্বা শিং-য়ের গু’তো’য় প’রা’স্থ হল বা’ঘ তুমুল ভাইরাল ভিডিও।

দ্রুতগামী এবং শক্তিশালী প্রাণীদের মধ্যে সবার শীর্ষে রয়েছে চি,তা। চি,তা তার আকারের তুলনায় অনেক শক্তিশালী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *