‘চলে গেলেন সৃজিত’ জানালেন পরিচালক নিজেই

বছরের প্রথম দিনই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। এরই মধ্যে রোববার সকালে নতুন একটি ফেসবুক পোস্ট করেন সৃজিত। টুইটার থেকে নিজের একটি সাদা-কালো ছবি তিনি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন।

ছবির উপর বড় বড় হরফে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখার্জী’। ছবির নীচের দিকে কোণায় বামদিকে ছোট্ট করে লেখা, ‘আইসোলেশন’। অর্থাৎ আইসোলেশনের চলে গেছেন পরিচালক।

কিন্তু সৃজিত এই ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে হাসির রোল। পরিচালক সুব্রত সেন কমেন্টে লিখেছেন, ‘লেক গার্ডেন্সের ওই রাস্তার নাম সৃজিত ধরণী করার দাবি জানাচ্ছি’। গায়ক রূপম ইসলাম লিখেছেন, ‘এটা অন্য লেভেল’! পরিচালক এই ছবিটা খুঁজে পেয়ে নিজেও খানিকটা হতবাক বটে।

এর আগে শনিবার নিজের করোনা রিপোর্ট পজেটিভ হাতে পেতেই পরিচালক সৃজিত মুখোপোধ্যায় ফেসবুকে লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি। গত ৭২ ঘণ্টা আমার সংস্পর্শে আসা মানুষজনেরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন।

সূত্র- হিন্দুস্তান টাইমস

পাঠকের মন্তব্য:

Check Also

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার হয়েছেন। সৌদি আরব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *