Monday , July 4 2022

ইলিয়াস, আর কতো মেয়ে নিয়ে খেলবা: সুবাহ

বিয়ের পরপরই শুরু হয় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একের পর এক সমস্যা। দুজনই পাল্টাপাল্টি অভিযোগের তীরে বিদ্ধ করছেন দুজনকে। বিয়ের পর ইলিয়াস দাবি করেছেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এমনকি বিয়ের পর তার গায়ে হাতও তুলেছেন অভিনেত্রী। অন্যদিকে সুবাহর দাবি, তার গায়েও হাত তুলেছেন ইলিয়াস। এছাড়া দ্বিতীয় স্ত্রী করিন নাজকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন।

দুজনই দুজনকে দোষারোপ করে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তারই ধারাবাহিকতায় ইলিয়াসের সঙ্গে কথা বলার একটি কলরেকর্ড প্রকাশ করলেন সুবাহ। সেখানে তাদের দু’জনের ব্যক্তিগত কিছু আলাপ শোনা গেছে। সুবাহ ফেসবুকে অডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ইলিয়াস আর আমার কলরেকর্ড শুনে দেখুন ইলিয়াস কতোটা ভালো মানুষ। কীভাবে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। উল্টো বলছে, আমি নাকি ফাঁসিয়ে বিয়ে করেছি। ছি! ইলিয়াস ভালো হয়ে যাও; বিয়ে পুতুল খেলা না আর কতো মেয়ে নিয়ে খেলবা?’

শুক্রবার (৩১ ডিসেম্বর) ইলিয়াসের হোয়াটসঅ্যাপ মেসেজের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন সুবাহ। সেখানে দেখা গেছে, ক্ষুব্ধ হয়ে গায়ক বিভিন্ন প্রমাণ সামনে আনবেন বলে সুবাহকে হুমকি দিচ্ছেন। এছাড়া এও বলেছেন, ‘তোমার মতো বউ যেন শত্রুরও না হয়’। এই স্ক্রিনশটের ক্যাপশনে সুবাহ লেখেন, ‘ছি ইলিয়াস হোসাইন ছি! লাইভে আসো, আর এসে আরও কিছু মিথ্যা কথা বলে যাও। চরিত্রহীন বাজে ছেলে। উল্টো আমাকে ব্ল্যাকমেইলিং করছে। যেন আমি এসব প্রকাশ না করি।’

প্রসঙ্গত, এর আগে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক থাকার সূত্রে আলোচনায় আসেন সুবাহ। তখনও তিনি ফেসবুক লাইভে এসে নানা ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। যা ব্যাপক সমালোচিত হয়েছিল।

Check Also

আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন: প্রভা

সবার কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় জনপ্রিয় অভনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার (২৮ জুন) সামাজিক মাধ্যম …

Leave a Reply

Your email address will not be published.