সবার আগে ২০২২ সালে পা রাখল যে দেশ

রাত পোহাতেই ইংরেজি নতুন বছরে পা রাখল বাংলাদেশ। তবে বাংলাদেশের আগেই বিশ্বের কয়েকটি দেশ ইতিমধ্যেই নতুন বছরে পা রেখেছে। বিশ্বে সবার আগে ২০২২ সালকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। ভৌগলিক অবস্থানের কারণে ঘড়ির কাটা সচেয়ে আগে রাত ১২টা ছুঁয়েছে দেশটিতে। গ্রিনিচ মান মন্দির অনুযায়ী বাংলাদেশ ৬ ঘণ্টা এগিয়ে থাকলেও দেশটি এগিয়ে ১২ ঘণ্টা।

নতুন বছরের প্রথম প্রহরে বরাবরের মতোই আলোর খেলা চলে অকল্যান্ডে। তবে করোনা সতর্কতায় এবার অনেকটাই সাদামাটা উদযাপন ছিল অকল্যান্ডের স্কাই টাওয়ারে। সীমিত পরিসরে হয়েছে আতশবাজি প্রদর্শনী। থার্টি ফার্স্টের উৎসবে এবার সীমিত রাখা হয় জনসাধারণের অংশগ্রহণ। বাতিল করা হয় আতশবাজি প্রদর্শনীর অনেক আয়োজন।

নিউজিল্যান্ডের পর বর্ষবরণের উৎসব করে প্রতিবেশি অস্ট্রেলিয়া। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যতম জাকজমকপূর্ণ আয়োজনটি হয় সিডনি হারবারে। করোনার কারণে এখানে টানা দুই বছর সীমিত রাখা হয়েছে দর্শণার্থীর সমাগম। সিডনির মূল আয়োজন রাত ১২টায় হলেও শিশুরা যেন উৎসব থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে স্থানীয় সময় রাত নয়টায় এক দফা আতশবাজি প্রদর্শনী হয়।

ভৌগলিক অবস্থানভেদে প্রায় ২৪ ঘণ্টা ধরেই বিশ্বের নানা প্রান্তে চলবে বর্ষবরণ। বর্ণিল আয়োজন রাখা হয়েছে সব দেশেই। উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র নিউইয়র্কের টাইমস স্কয়ারে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। আতশবাজি, লেজার শো’র পাশাপাশি, বর্ষবরণের উৎসবে থাকছে প্রাচীন রীতি আর ধর্ম বিশ্বাসও। লাতিন দেশগুলোয় গণকের মাধ্যমে অনেকে জেনে নিচ্ছেন ভবিষ্যৎ। কেউবা নতুন বছরে সুস্বাস্থ্য কামনায় কিনছেন সৌভাগ্যের প্রতীক।

পাঠকের মন্তব্য:

Check Also

১০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন দু’ভাই, আজ ১৫০ কোটি টাকার কোম্পানির মালিক

কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় যে একদিন সাফল্য নিয়ে আসবেই সেই নিয়ে একটি ছোট্ট গল্প বলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *