শীতে গ্যাস সিলিন্ডার তাড়াতাড়ি খালি হচ্ছে? জেনে নিন করণীয়

অনেকে মনে করেন, আবহাওয়া ঠান্ডা থাকলে এলপিজি সিলিন্ডার তাড়াতাড়ি ফুরিয়ে যায়। ঘটনা কিছুটা সত্য। শীতকালে রান্নার গ্যাস খরচ কিছুটা বেড়ে যায়। এর কারণ কী? শীতে গ্যাস কিছুটা জমে যায়, তাতেই তাড়াতাড়ি শেষ হয়।

এই সমস্যা থেকে বাঁচতে কী করবেন? জেনে নিন-

#গ্যাস সিলিন্ডারটি একটি পাত্রের মধ্যে বসান। এবার আলাদা করে তিন-চার লিটার পানি গরম করে ফুটিয়ে নিন। সিলিন্ডার যে পাত্রে বসানো হয়েছে, তার মধ্যে গরম পানি ঢেলে দিন। তাতে গ্যাস আগের অবস্থায় আসবে।

#সিলিন্ডারটি মাটিতে বসালেও গ্যাস জমে যেতে পারে। সিলিন্ডারনটি কিছুর ওপর তুলে রাখুন। তাতেও গ্যাস জমবে কম। #চটের ওপরে গ্যাস সিলিন্ডার রাখতে পারেন। এতেও মাটির ঠান্ডা সিলিন্ডারে কম যাবে। এর ফলে গ্যাস জমবে কম।

#শীতকালে সম্ভব হলে গ্যাস সিলিন্ডারটিকে কিছুক্ষণের জন্য রোদে রেখে দিন। তাতে সিলিন্ডারের তাপ বাড়বে। এটির ভেতরে গ্যাসও জমে যাবে না।

তবে মনে রাখবেন, সিলিন্ডার ব্যবহার করার সময়ে তার নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। এমন কিছু করবেন না, যাতে এলপিজি গ্যাস বাঁচাতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যায়। তাই সিলিন্ডার নিয়ে কিছু করার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে নিন।

পাঠকের মন্তব্য:

Check Also

১৮ ইঞ্চির শাহীনের স্বপ্ন পূরণ করলেন তামিম

বরিশালের শাহীন ফকির। ১৮ ইঞ্চি উচ্চতার এই যুবককে দমিয়ে রাখতে পারেনি শারীরিক প্রতিবন্ধিতা। ত্রিশোর্ধ্ব শাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *