সুবাহকে ডিভোর্স দিয়ে কারিনের সঙ্গেই সংসার করবো: ইলিয়াস

বিয়ের এক মাস না পেরুতেই গায়ক ইলিয়াস হোসাইন স্ত্রী সুবাহ শাহ হুমায়রার বিরুদ্ধে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে থানায় জিডি করেছেন এই গায়ক। এ প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘আমি কেন, দুনিয়ার কেউ ওর (সুবাহ) সঙ্গে সংসার করতে পারবে না। ওর সাথে বিয়ে না হওয়াতে নাসির অনেক ভাগ্যবান। অল্প কয়েকদিনে যা দেখলাম, তা বলার বাহিরে। আমার নামে যাতে বদনাম করতে না পারে, সেই জন্য বিয়ে করেছি। কেউ যাতে কোনো ধরনের বদনাম না দিতে পারে। আমি সুবাহকে ডির্ভোস দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কারিনের সঙ্গেই থাকতে চাই।’

ইলিয়াস জানান, ‘পরপর দুইদিন আমার গায়ে হাত তুলেছে। বিয়ের দশ দিনের মাথায় রাস্তায় গাড়ি চালানো অবস্থায় আমাকে মেরেছে। নরমাল একটি কথায় চোখে হিট করেছে। হুমকি দেয়, গাড়ি থেকে লাফিয়ে পরে আমাকে ফাঁসাবে। এছাড়াও নানান কথা বলে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। জিডি করে এখন কিছুটা স্বস্তিতে আছি।’ তিনি আরও জানান, ‘বাংলাদেশে পুরুষ নির্যাতন হয়। তবে তার জন্য কোনও আইন নেই। আমি নির্যাতনের শিকার। সুবাহর আসল উদ্দেশ্য কী- সেটা নিয়ে আমি কনফিউজড। কখনও আমার কাছে টাকা পয়সা চায়নি৷ কিন্তু কথায় কথায় আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেয়। তাই সিদ্ধান্ত চূড়ান্ত, কারিনের সঙ্গেই থাকব। সুবাহকে ডির্ভোস দেয়ার প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সুবাহ আমার খুব ভালো বন্ধু ছিল। ও (সুবাহ) ভালো করেই জানত, আমার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে দূরত্ব চলছিল। এই সুযোগটা কাজে লাগিয়েছে। যেটা আমি বুঝতে পারিনি। বিয়ে না করলে আমার মানসম্মান, ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকিও দিয়েছে। সুবাহ বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে আমাকে ব্ল্যাকমেইল করতেছিল। মানসম্মানের কথা চিন্তা করে এতদিন চুপ ছিলাম।

কয়েকদিন ধরে একের পর এক আপত্তিকার ঘটনা ঘটছে, যা আমার জন্য বিব্রতকর। পরে ভেবে দেখলাম, সত্যটা সবার জানা উচিত। আর তাই মুখ খুলতে বাধ্য হলাম।’ গায়কের ভাষ্য, সুবাহর সঙ্গে আমার আড়াই বছরের পরিচয়। তবে বেশি কাছাকাছি আসা হয় আড়াই মাস হবে। বন্ধু হিসেবে কথা বলার জন্য যোগাযোগ করেছিলাম। তবে বুঝতে পারিনি আমার সরলতার সুযোগ নিয়ে ফাঁসাবে। বিয়ে তো আমি করতে চাইনি। জোর করে ব্ল্যাকমেইল করে বিভিন্ন হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করেছে। আমি বিয়েতে রাজি ছিলাম না।’

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে ইলিয়াস জানান, ‘আমাদের ডির্ভোস হয়নি। ডির্ভোস দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে সুবাহ। কারিন আমার স্ত্রী৷ মাঝে কারিনের সঙ্গে কয়েক মাস আমার যোগাযোগ ছিল না। আর সেই সুযোগটা সুবাহ নিয়েছে। বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছে। পরে আমি কাগজ পাঠিয়েছি। তবে কারিনকে সাইন করতে না করে দিই। কারিনের সঙ্গে ডির্ভোস হওয়ার এক বছর পর বিয়ের কথা জানাবে বলেছিল সুবাহ। কিন্তু বিয়ের দশ দিনের মাথায় ছবি প্রকাশ করে৷ আমার আড়ালে ছবি তুলেছে। আমার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও দিয়ে সুবাহ আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করেছে। বিয়ে না করলে এগুলো নেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। সেই ভয় থেকে বিয়ে করতে বাধ্য হয়েছি।’

আবার গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে নিজের হাত কাটার কিছু ছবি পোস্ট করে সুবাহ লিখেছেন, ‘বিয়ের মাত্র এক মাসও হয় নাই, অথচ দেখেন আমার হাতের অবস্থা কি করে দিছে। গায়ক ইলিয়াস সবাইকে বলে, আমি নাকি তাকে মারছি। আল্লাহ তো দেখছে আমার চাচাতো ভাইয়ের সামনে ও (ইলিয়াস) আমাকে ধরে মারছে। এজন্য সেদিন লাইভে আসছিলাম।

ও (ইলিয়াস) শুধু বিয়েটা করেছিল আমার শরীর ভোগ করার জন্য, আমার টাকা পয়সার জন্য।’ তিনি আরও জানান, ‘হয়তো সে নিজেই এখন হাত-পা কেটে আমাকে ফাঁসানোর জন্য অনেক নাটক সাজাতেও বাকি রাখবে না। কারণ আমি তাকে খুব ভাল করেই চিনি। এটা তার কাছে একটা ব্যবসা।’ এদিকে বাস্তবতা কিছুটা ভিন্ন। ইলিয়াসকে মারধরের অভিযোগে সুবাহর বিরুদ্ধে প্রমাণ মিলেছে। এ বিষয়ে একটি কল রেকর্ড পাওয়া গিয়েছে। সেখানে ইলিয়াসকে মারধর ও অপমানের জন্য সুবাহ দুঃখপ্রকাশ করেছেন।

এর পর বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইলিয়াসের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জিডির বিষয়ে জানান সুবাহ। তিনি লিখেছেন, ‘ইলিয়াস হোসাইন আমার নামে কাল (২৮ ডিসেম্বর) থানায় জিডি করেছেন, আমি নাকি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি! আল্লাহ ছাড়বেনা তোমাকে ইলিয়াস।’ গেলো ১৬ ডিসেম্বরে ঘুরতে গিয়ে করা ইলিয়াসের একটি ভিডিও পোস্ট করে সুবাহ লেখেন, ‘যদি বলো ফাঁসিয়ে ছিলাম তবে বলবো হ্যাঁ ফাঁসিয়েছিলাম, শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার সাথে সংসার করার জন্য।

তোমার তো টাকা নাই যে, টাকা দেখে ফাঁসাবো। বিচার করবেন আল্লাহ।’ এর আগের একটি পোস্টে সুবাহ লিখেছেন, ‘তুমি আমার স্বামী হয়ে আমাদের এত সুন্দর বিয়েটাকে বলছো আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আরে সুন্দর সহজ সরল চেহারার পিছনে যে কতটা কুৎসিত একটা ভয়ঙ্কর মানুষ বাস করে তা আমি তোমার বউ ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস হোসাইন।’

পাঠকের মন্তব্য:

Check Also

নিজের বোল্ড ছবি নিয়ে যা বললেন নিপুণ

মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে বোল্ড অবতারে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা নিপুণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *