Tuesday , July 5 2022

শীতের সকালে কাদা মাখলেন অপু বিশ্বাস

শীতের সকালে শিশু-কিশোরদের সঙ্গে কাদা মেখে আনন্দ-উল্লাসে মেতে উঠলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কিছু ছবি প্রকাশ পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, একটি চলচ্চিত্রের গানের শুটিংয়ের জন্য মফস্বলে গিয়েছিল অপু বিশ্বাস ও তার সিনেমার শুটিংয়ের দল। সেখানেই শুটিংয়ের এক ফাঁকে এই কাদামাখার দৃশ্য ধারণ করা হয়। এসময় শিশু-কিশোরদের সঙ্গে ছবিও তোলেন অপু।

প্রেম-প্রীতির বন্ধন সিনেমার শুটিংয়েই বর্তমানে ব্যস্ত রয়েছেন ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। এ সিনেমায় নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। মূল নায়ক ছিলেন শাকিব খান। অপু-জয় ছাড়া প্রেম-প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘প্রিয় কমলা’ ছবিতে, বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। একই জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘ছায়াবৃক্ষ’ নামের অনুদানের সিনেমায় অপুর নায়ক হয়েছেন নিরব হোসাইন।

Check Also

আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন: প্রভা

সবার কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় জনপ্রিয় অভনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার (২৮ জুন) সামাজিক মাধ্যম …

Leave a Reply

Your email address will not be published.