দেড় হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে মিয়াজাকি আম

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে হযরত আলীর দোকানে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মিয়াজাকি আম। তবে এ আম চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত নয়।

বিক্রেতা হযরত আলী বলেন, মিয়াজাকি আমগুলো অস্ট্রিয়া থেকে আনা হয়েছে। পরে আমি ঢাকা থেকে এ আমগুলো বিক্রির জন্য নিয়ে আসি। স্বল্প লাভে আমগুলো বিক্রি করছি।

তিনি বলেন, মিয়াজাকি আমের দাম ১৫০০ টাকা। আকার ভেদে ওজনে কম বেশি হচ্ছে। তবে একেকটি আমের ওজন ১ কেজি ১০০ গ্রাম পর্যন্ত হয়।

মিয়াজাকি আমের আরেক নাম সূর্যডিম। বলা হয়, এ আমটি বিশ্বের সবচেয়ে দামী আমের মধ্যে অন্যতম একটি। এক মন মিয়াজাকি আমের দাম আকার ভেদে ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

পাঠকের মন্তব্য:

Check Also

১০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন দু’ভাই, আজ ১৫০ কোটি টাকার কোম্পানির মালিক

কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় যে একদিন সাফল্য নিয়ে আসবেই সেই নিয়ে একটি ছোট্ট গল্প বলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *