বউ অদল-বদল, মিথিলায় মজলেন শ্রীজাত, দূর্বার সঙ্গে ঘনিষ্ঠ সৃজিত

কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ রূপে দেখা গেল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে সৃজিতের সঙ্গে আবার রয়েছেন শ্রীজাতর স্ত্রী দুর্বা বন্দ্যোপাধ্যায়।

রোববার (১৯ ডিসেম্বর) শীতের আমাজের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের এই ছবি পোস্ট করেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তার ফেসবুক ওয়ালে একটি কোলাজ করা ছবি ভেসে উঠতেই গুঞ্জন শুরু হয় টালিপাড়ায়।

হিন্দুস্তান টাইমস জানায়, টালিপাড়ার দুই জনপ্রিয় দম্পতি সৃজিত-মিথিলা এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়-দূর্বা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে অন্য কিছুই। বউ অদল-বদল করে নিয়েছেন দুজনে! ছবি দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। পোস্টে দেখা যাচ্ছে মিথিলার সঙ্গে শ্রীজাত, অন্যদিকে দূর্বার সঙ্গে সৃজিত।

ছবি পোস্ট করে শ্রীজাত লেখেন, ‘নাচের তালে মিথিলায় মজলেন শ্রীজাত; দূর্বা ও সৃজিতের ঘনিষ্ঠ ছবি এলো সামনে! তাহলে কি এত বছরের বন্ধুত্বে ইতি? নতুন সম্পর্কের উষ্ণতায় ভাঙনের ছায়া দেখছে টালিগঞ্জ। এতে ক্ষুব্ধও হয়েছেন নেটিজেনদের অনেকে।

শ্রীজাতের ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে পুরো বিষয়টাই মজার ছলে করেছেন তিনি। নিজেদের মধ্যে মজা এবং খুনসুটিতে মেতে উঠেছেন তারা। মূলত কোনো পার্টিতে এই ছবি তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নেটিজেনরাও মজা নিচ্ছেন তাদের এই ছবি দেখে।

পাঠকের মন্তব্য:

Check Also

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার হয়েছেন। সৌদি আরব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *