




রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধ;র্ষ;ণের দায়ে ৮৫ বছরের এক বৃদ্ধকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) এ.ই.এম ইসমাইল হোসেন এ আদেশ দেন। আদেশে আগামী ৬০ দিনের মধ্যে তিন লাখ টাকা অর্থদণ্ড ভিকটিমের পরিবারকে দিতে বলা হয়েছে।





এমনকি দণ্ডের অর্থ দিতে ব্যর্থ হলে ১৮০ দিনের মধ্যে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রির মাধ্যমে এ অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য রাঙামাটির জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বিচারক।রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালে ৪ অক্টোবর রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধ;র্ষ;ণের অভিযোগে ঐ বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা।
পাঠকের মন্তব্য: