প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে মেহজাবীন

বর্তমান সময়ের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার ব্যক্তিজীবনকে ঘিরে যেনো ভক্তদের কৌতুহল-আগ্রহের শেষ নেই। এখনও বিয়ের বন্ধনে আবদ্ধ না হলেও বিভিন্ন সময়ে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। রাজীব নামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে আছেন তিনি এমন তথ্যই বিভিন্ন সময়ে প্রকাশ হয়েছে। তাদের দুজনকে বিভিন্ন সময়ে একসঙ্গেও দেখা গেছে। যদিও প্রতিবারই তারা বিষয়টি এড়িয়ে গেছেন।

তবে এবার মেহজাবিনকে বাহুতে জড়িয়ে নিজেদের একান্ত ছবি শেয়ার করেছেন রাজীব। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন রাজীব। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন। ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’।

মেহজাবীন ও রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। আবার বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে জানা যায়। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। এবার ছবি আপলোডের মাধ্যমে যেনো সেই সকল গুঞ্জনেরই সত্যতা মেলালো রাজীব।

উল্লেখ্য, মেহজাবীন ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। এছাড়া মাস কয়েক আগে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’।

পাঠকের মন্তব্য:

Check Also

আমরা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি, সেখান থেকেই হিরো আলমের উত্থান

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত ব্যাক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রথমে মিউজিক ভিডিওতে মডেল হিসাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *