




যুক্তরাজ্যে আবারও ছেলে শিশুদের নামের ক্ষেত্রে ‘মোহাম্মদ’ নামটি জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে। টানা পঞ্চমবারের মতো ব্রিটিশ ছেলে শিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’। খবর ডেইলি সাবার।
সম্প্রতি গর্ভবতী ও শিশুদের নিয়ে কাজ করা ব্রিটিশ ওয়েবসাইট ‘বেবি সেন্টার’ ছেলে ও মেয়ে শিশুদের ক্ষেত্রে মোট ১০০টি জনপ্রিয় নামের তালিকা প্রকাশ করেছে।





ওই তালিকায় দেখা যায়, ছেলে শিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষ স্থানে আছে মোহাম্মদ। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে আছে যথাক্রমে নোয়াহ, ওলিভার, জর্জ এবং লিও। অন্যদিকে মেয়ে শিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে আছে অলিভিয়া। দ্বিতীয় ও তৃতীয়স্থানে যথাক্রমে আছে সোফিয়া এবং লিলি।
বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা মুহাম্মদ নামকে ইংরেজিতে ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ করে থাকে। তবে মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রতি তীব্র ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই এ নাম রাখেন মুসলিমরা।
গত বছরের আদশুমারি অনুযায়ী, যুক্তরাজ্যে বর্তমানে মুসলমানদের সংখ্যা ৩৩ লাখ। তবে তাদের মধ্যে প্রায় অর্ধেকই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন।
পাঠকের মন্তব্য: