চলন্ত বাসে সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি

ঢাকা-মাওয়া মহাসড়কে প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাসে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা। খবর পেয়ে মা ও কন্যা শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বহন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ওই পরিবহণের চেয়ারম্যান মো. নোমান মিয়া। একইসঙ্গে ওই মেয়ে ও তার পরিবারের সারাজীবনের জন্য প্রচেষ্টা পরিবহণে তাদের ভাড়া ফ্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে দোগাছি ক্যাম্পের সামনে এলে গর্ভবতী এক মা যাত্রীর প্রসব বেদনা উঠে। এ সময় বাসটি থামিয়ে পুরুষ যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং নারী যাত্রীদের সহযোগিতায় ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মা। প্রচেষ্টা পরিবহন কোম্পানির ম্যানেজার আমিনুল ইসলাম জানান,

মা-নবজাতকটি শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনই সুস্থ রয়েছেন। তিনি আরও জানান, মাদারীপুর থেকে স্বামীসহ মাওয়া এসে গাজীপুরের উদ্দেশে প্রচেষ্টা বাসে উঠেছিলেন ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেওয়া ওই মা।

পাঠকের মন্তব্য:

Check Also

হরিণ শি,কার করতে এসে বেকায়,দায় পড়ল চি,তা, হরি,ণের লম্বা শিং-য়ের গু’তো’য় প’রা’স্থ হল বা’ঘ তুমুল ভাইরাল ভিডিও।

দ্রুতগামী এবং শক্তিশালী প্রাণীদের মধ্যে সবার শীর্ষে রয়েছে চি,তা। চি,তা তার আকারের তুলনায় অনেক শক্তিশালী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *