




নিজেদের বাগানের আগাছা পরিষ্কার করতে মাটি খুঁড়তেই বিশাল অদ্ভুত আকারের আলুর দেখা পান কলিন এবং ডোনা ক্রেইগ ব্রাউন দম্পত্তি।
আর এটি নিশ্চিত হতে জিহ্ববায় একটু চেকে নিতেই বুঝতে বাকি রইলো না যে আলু। ডোনা বলেন, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, এটি বিশাল।
কিন্তু অন্য সাধারণ আলুর মতো আকৃতিও না। এ বিষয়ে ডোনা জানান, এই আলুটি দেখতে একদমই সুন্দর না, অদ্ভুত রকমের। তবে এটিকে প্রাথমিকভাবে বিশ্বের সবচেয়ে বড় আলু বলে ধারণা করা হচ্ছে।





বাগান থেকে আলুটি তুলে নিজেদের গ্যারেজের দিকে নিয়ে যান এই দম্পত্তি। সেখানে পুরনো একটি পাল্লায় রাখেন। এতে আলুর ওজন দাঁড়ায় ১৭.৪ পাউন্ড। যা একটি কুকুরের বাঁচ্চার সমান।
নিউ জিল্যান্ডের হ্যামিলটনের কাছে তাদের ছোট এই খামারে এমন আলুর সন্ধান পাওয়ায় দেখতে ভিড় করেন স্থানীয়রা। এই আলুর নাম দেওয়া হয়েছে ডগ। ‘এই আলুটি ফেসবুকে পোস্ট করেছি আমরা। বাইরে দেখাতে নিয়ে গেছিলাম। বিষয়টি মানুষকে আনন্দ দেয়’।





এই দম্পতি আরও জানান, ‘ডগ’ নামের আলুটিকে স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস-এ আবেদন করেছেন। সেখান থেকে উত্তরের অপেক্ষায় তারা। যদিও গিনেসের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: এপি।
পাঠকের মন্তব্য: