




বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডে। ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অনন্যা পান্ডের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক নিয়ে কথা হতো শাহরুখ পুত্র আরিয়ানের! এমন অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার এনসিবির জেরার মুখে পড়েন অনন্যা।
এনসিবির দাবি, আরিয়ান খানের সঙ্গে অনন্যার মাদক নিয়ে কথোপকথনের কিছু আলাপ পেয়েছে তারা। যেখানে হোয়াটসঅ্যাপে, অনন্যা পান্ডের কাছে আরিয়ান খান চেয়েছিলেন নেশাজাতীয় কিছু দেয়া যাবে কি? অনন্যা জবাব দিয়েছিলেন ‘আই উইল রেইজ’, যার ভাবার্থ দাঁড়ায়, বিষয়টি দেখছি। এনসিবির জেরায় অনন্যা দাবি করেন, নিছকই মজা করে কথাগুলো বলেছিলেন তিনি, সেটিও এক বছর আগে। সেইসঙ্গে যেকোনো প্রকার অবৈধ মাদক আদানপ্রদানের অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি।





শুক্রবার আবারও জেরার মুখোমুখি এই উঠতি অভিনেত্রী। জানা যায়, শুক্রবার দুপুরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে আসেন অনন্যা পান্ডে। এসময় তার সঙ্গে বাবা চাঙ্কি পান্ডে আসলেও তাকে বাইরে অপেক্ষা করতে হয়। টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে এদিন সন্ধ্যায় দপ্তর ছাড়েন অনন্যা।
আরিয়ানকে গাঁ”জা সরবরাহের কথা অস্বীকার করে অনন্যা এনসিবিকে জানিয়েছেন, কখনওই কোনও প্রকার মাদক সেবন করেননি তিনি। আরিয়ানের সাথে গাঁ”জা সরবরাহের কথা কেন চ্যাটে লিখেছিলেন, এ প্রসঙ্গে অনন্যার দাবি, কেবল সিগারেট নিয়ে কথা হয়েছিল, গাঁ”জা নয়। আর গাঁ”জা যে কোনো প্রকার মাদক, সে কথাই জানতাম না!
পাঠকের মন্তব্য: