Friday , December 3 2021

ঐশ্বরিয়াকে নিজের ‘মা’ দাবি ৩২ বছর বয়সী যুবকের

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন যে এক কন্যার মা এটা সারা বিশ্ব জানে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়াকে নিজের মা বলে দাবি করছেন এক যুবক। ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৩২ বছর বয়সী ওই এক যুবকের নাম সংগীত কুমার।

সংগীত কুমারের দাবি, ১৯৮৮ সালে লন্ডনে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্ম হয় তার। জন্মের পর প্রথম দুই বছর নাকি তিনি মুম্বাইয়ে ঐশ্বরিয়ার পরিবারের সঙ্গেই থাকতেন। ঐশ্বরিযার প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই ও মা বৃন্দা রাইকে তিনি নিজের নানা-নানী হিসেবে দাবি করেছেন। বর্তমাসে তিনি ঐশ্বরিয়ার সঙ্গে বসবাস করতে চান।

তবে যে সময়ে কথা সংগীত বলছেন, সেসময় ঐশ্বরিয়া রাই বচ্চন ছিলেন ১৪ বছরের কিশোরী। এই বয়সে কী করে তিনি সন্তানের জন্ম দিলেন, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি সংগীত। তবে ঐশ্বরিয়া যে তার মা এ বিষয়ে কোনো প্রমাণও উপস্থাপন করতে পারেননি। নিজের জীবনে ‘মা’ ঐশ্বরিয়াকে ফিরে পেতে চান তিনি।

এই বিষয় নিয়ে গণমাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি হলেও কোনো ধরনের মন্তব্য করেননি ঐশ্বরিয়া রাই বচ্চন।

পাঠকের মন্তব্য:

Check Also

অক্ষয় কুমার কেন নিজের মেয়ের মুখ কোনদিনও কাউকে দেখায় না? এর পেছনে আসল সত্য জানলে অ’বাক হবেন

বলিউড অভিনেতা অক্ষয় কুমার বলিউডে একটি বিশেষ স্থান অর্জন করেছেন। অক্ষয় কুমারের ছবি প্যা’ডম্যান মু’ক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *