Friday , October 22 2021

বিয়ে করার পর যুবক টের পেলেন বউ প;র্ন তারকা

প্রথম দেখাতেই নারীর শারীরিক বিভঙ্গে মুগ্ধ হয়ে প্রেম। পরে বন্ধুত্ব। তারপর বিয়ে। প্রেমের জোয়ারে ভেসে যান ওই নারীও। প্রেমে হাবুডুবু যুবক নারীর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রথম মাস দিব্যি চলছিল। তারপর এল সেই চরমক্ষণ। একমাস পর আচমকা ওই যুবক আবিস্কার করলেন তার স্ত্রী নীলছবির পরিচিত মুখ।

এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনের। ৩৪ বছর বয়সী নারী এমি ক্রিস্টোফার তার চেয়ে ৮ বছরের কম বয়সী ২৬ বছর বয়সী জস নামের এক যুবকে বিয়ে করেন। দুজনের বিয়ের আগে এমি কম বাজেটের এক্স-রেটেড ফিল্মে কাজ করতেন। এমি ব্র্যান্ডি ব্রেভার নামে প;র্নছবির দুনিয়ায় হাতজোড় করেছিলেন তিনি। বেশ কিছু এমন সিনেমা করেছেন তিনি। তার সেই এক্স-রেটেড সিনেমাগুলো বিয়ের আগেই হয়েছিল। বিয়ের পর অবশ্য তিনি সব ছেড়ে দিয়েছেন।

বিরোধীদের ব্যাপারে বিয়ের আগে কিছুই জানতেন না জস। এমনকি এমিও কিছু বলেননি। ফলে প্রথমেই তিনি মুষড়ে পড়েন। এমির বন্ধু জানান, এমি একজন প;র্নস্টার ছিলেন এবং যখন তার এক্স-রেটেড ভূমিকা সর্বজনীন হবে তখন কি হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। এখন সব কিছু পিছনে ছেড়ে এসেছেন তিনি।

এমি জানান, তারা দু’জনে একটি শো-তে অংশ নিয়েছেন, যে শোতে এমি এবং জস বিয়ের অনুষ্ঠানে আগন্তুক এর মত পরিচিত হন এবং বিয়ের পর তারা হানিমুনে যান। এরপর একজন আরেকজনের বিষয়ে পুরোনো কথা জানানো হয়। তারপর তারা ঠিক করেন যে তারা ডিভোর্স নিতে চান কি না একসঙ্গে থাকতে চান। এটাই এই শো এর মূল উপজীব্য।

জস এর সঙ্গে সাক্ষাতের পর কখনো মনে হয়নি তিনি আগন্তুক এর সঙ্গে রয়েছেন। কারণ তার এর আগের বাগদানের পর তার পুরনো কথা জানতে পেরে আগের বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যান। সে কারণেই তিনি আগ বাড়িয়ে কিছু বলতে চাননি। নিজের অতীতের ব্যাপারে দর্শন পত্রিকাটি তিনি জানিয়েছেন।

পাঠকের মন্তব্য:

Check Also

আটক হওয়ার পূর্ব মুহূর্তে ফেসবুক লাইভে এসে যা বলেছিলেন মুফতি কাজী ইব্রাহিম

ডিবির হাতে আটকের আগে ফেসবুক লাইভে এসে যা বলেছিলেন মুফতি কাজী ইব্রাহিম…ফেসবুক সেই লাইভটি দেখুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *