কোয়েল মল্লিক ও শ্রাবন্তীর সঙ্গে ডেটে যেতে চান হিরো আলম

পশ্চিমবাংলার প্রভাবশালী দৈনিক ‘এই সময়’কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে হিরো আলম জানিয়েছেন, ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জীর সঙ্গে ডেটে যেতে চান। রোববার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমটির এক ফেসবুক লাইভে যুক্ত হন হিরো আলম। সেখানে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

এসময় তাকে উপস্থাপিকা প্রশ্ন করেন, ধরেন আপনাকে টলিউড নায়িকার সঙ্গে ডেটে যাওয়ার অফার করা হলো আপনি কার সঙ্গে যাবেন? উত্তরে হিরো আলম বলেন, অবশ্যই কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জী। বলতে পারেন তারা দু’জন আমার ক্রাশ।

উল্লেখ্য, সিডি বিক্রি থেকে ইন্টারনেট তারকা হয়ে ওঠা হিরো আলমের পরিচিতি বাংলাদেশ ছাড়িয়ে প্রতিবেশী দেশ ভারতেও পৌঁছে গেছে। বিভিন্ন কারণে প্রতিনিয়তই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের চর্চিত বিষয়। ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তার গান, শর্টফিল্ম ও সিনেমা মানেই নতুন নতুন আলোচনা ও সমালোচনার খোরাক।

পাঠকের মন্তব্য:

Check Also

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার হয়েছেন। সৌদি আরব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *