জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল শিশু সানজিদার

খালার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের ২ বছরের শিশু সানজিদা।

বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গার আজিমনগর খালার বাড়িতে জমে থাকা বৃষ্টির পানির জলাশয়ে ডুবে শিশুটি মারা যায়। নিহত সানজিদা শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের আবুল হোসেন আকনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সানজিদা সকালে ভাঙা থানার আজিমনগর গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়। দুপুর দেড়টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা জলাশয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন জলাশয় থেকে সানজিদার নিথর দেহ খুঁজে পান। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।

নিহত সানজিদার বাবা আবুল হোসেন আকন জানান, আমার মেয়ে সানজিদা সকালে খালার বাড়ি বেড়াতে যায়। দুপুরে খবর পাই আমার মেয়ে পানিতে ডুবে মারা গেছে। আমার মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি। আমার একমাত্র মেয়ে মারা যাওয়ায় আমার স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েছে।

পাঠকের মন্তব্য:

Check Also

দেশবাসী, আমি আরাভ খানকে চিনি না: বেনজীর

আলোচিত দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে দাবি করেছেন পুলিশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *