হৃতিক রোশন-আলিয়া ভাট অস্কারে যাচ্ছেন

হৃতিক রোশন এবং আলিয়া ভাট আমন্ত্রণ পেলেন। অস্কার কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারত থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন এই দুই বলিউড তারকা। অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের সম্প্রতি ৮১৯ জন নতুন আমন্ত্রিতের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

সেখানে বলিউড থেকে আলিয়া এবং হৃতিক ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন ফ্যাশন ডিজ়াইনার নীতা লুল্লা, তথ্যচিত্র নির্মাতা নিষ্ঠা জৈন এবং অমিত মাধেশিয়া, কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, ভিএফএক্স সুপারভাইজ়ার বিশাল আনন্দ এবং সন্দীপ কমল। আলিয়া, হৃতিক-সহ এদের প্রত্যেকেই যদি অ্যাকাডেমি কর্তৃপক্ষের এই আমন্ত্রণ গ্রহণ করেন, তা হলে এ বছরের অস্কার মনোনয়নে ভোটিংয়ের অধিকারও পাবেন তারা। এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপ, জয়া আখতার এবং অভিনেতা অনুপম খেরও অস্কার কমিটির সদস্য হয়েছেন।

এ বছর ডিরেক্টরস ক্যাটিগরিতে সদস্য হওয়ার ডাক পেয়েছেন জয়া, শর্ট ফিল্ম অ্যান্ড ফিচার অ্যানিমেশন বিভাগের জন্য অনুরাগকে বেছে নেওয়া হয়েছে কমিটির তরফে। বিতর্ক এড়াতে গত কয়েক বছর ধরে অ্যাকাডেমি কর্তৃপক্ষের তরফে বিশেষ নজর রাখা হচ্ছে যাতে বিশ্বজুড়ে নির্বাচক ও সদস্যদের প্রতিনিধিত্বে সমতা রাখা যায়।

জাতি-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে এই যোগদান যেন সার্বিক ভাবে ‘ইনক্লুসিভ’ হয়ে ওঠে, তার জন্য কমিটিতে নারী এবং কৃষ্ণাঙ্গদের যোগদানের হার বাড়ানো হয়েছে।

পাঠকের মন্তব্য:

Check Also

আমরা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি, সেখান থেকেই হিরো আলমের উত্থান

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত ব্যাক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রথমে মিউজিক ভিডিওতে মডেল হিসাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *